মুখবন্ধ
হোমিওপ্যাথি চিকিৎসকদের ডিজিটালাইজেশন, স্কিল ডেভেলপমেন্ট, পেশাগত আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে বিশ্বের দরবারে পরিচিতি করানোর প্রচেষ্টা নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের একটি ব্যাতিক্রমী উদ্যোগ বাংলাতে হোমিওপ্যাথির সবথেকে বড় প্লাটফরম হোমিওপ্যাথি এ্যাডভাইস ডট কম ৷ বর্তমান সময়ে তত্যপ্রযুক্তির ব্যাবহারের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত মান উন্নয়ন, পেশাগত সুরক্ষা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেলিমেডিসিন সেবা, জ্ঞান আদান প্রদান , ইন্টারলিংকিং, আন্তর্জাতিক পর্যায়ের হোমিওপ্যাথি সংগঠনের সহায়তা প্রদানই আমাদের মূল উদ্দেশ্য ৷
চেয়ারম্যানের বানী
বানী
বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়ে বাংলাদেশের হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা যখন ভঙ্গুর, ঠিক তখনই আধুনিক প্রযুক্তির ব্যাবহার, সুযোগ সুবিধা ও উন্নত বিশ্বের আদলে অলটারনেটিভ চিকিৎসকদের আন্তর্জাতিক ভাবে ডিজিটাল মাধ্যমে পরিচিতি, টেলিমেডিসিন, ইন্টারলিংকিং সহ হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসারের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আর্তমানবতার সেবামূলক প্রতিষ্ঠান ‘জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশন’ ৷ বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের অন্যান্য দেশের হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষকদের সমন্বয়ে আমরা এমন একটি ডিজিটাল প্লাটফরম গড়ে তুলতে চাই , যার মাধ্যমে একজন চিকিৎসক একে অপরের সাথে যেগাযোগ, ডিজিটাল কন্টেন্ট শেয়ারিং, উন্মুক্ত ডাটাবেস থেকে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত তথ্য উপাত্ত গ্রহন ও প্রদান করতে পারবেন ৷ ওয়েব আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (AI) ব্যাবহারের মাধ্যমে এটি সামগ্রিকভাবে জ্ঞান আদান-প্রদানের সুযোগ সৃষ্টি করে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আমূল পরিবর্তন নিয়ে আসবে বলে আমি আশাবাদি ৷ এর পাশাপাশি সকল হোমিওপ্যাথি চিকিৎসককে একটি নেটওয়ার্কের অন্তভূক্ত করে তাদের জন্য প্রতিষ্ঠানিকভাবে পেশাগত ও আইনি সুরক্ষা বাস্তবায়ন করতে আমরা বদ্ধ পরিকর ৷ পাশাপাশি তৃণমূল পর্যায়ে জনকল্যাণ ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করছি ৷ বাংলা ভাষায় এশিয়ার বৃহত্তম হোমিওপ্যাথি নেটওয়ার্ক ‘হোমিওপ্যাথি এ্যাডভাইস’ এর একজন সদস্য হয়ে হোমিওপ্যাথির সার্বিক উন্নতির জন্য আমাদের সহযোগী হবেন বলে আশারাখি ৷
পরিশেষে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য, সুখী ও সমৃদ্ধ দিন কামনা করি। সৃষ্টিকর্তা আমাদের সকলের উপর তাঁর রহমত ও বরকত দান করুন। আমীন।
মোঃ সাইফুল ইসলাম
চেয়ারম্যান
জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশন
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
১৷ হোমিওপ্যাথি চিকিৎসকদের একটি ডিজিটাল নেটওয়ার্কের অন্তভূক্ত করে প্রত্যেকের নিজস্ব ডিজিটাল পরিচিতি তৈরী করে দেওয়া ৷
২৷ হোমিওপ্যাথি চিকিৎসকদের ইন্টারলিংকিং তথা ডিজিটাল রিসার্চ প্লাটফরম তৈরী করে তথ্যভান্ডার গড়ে তোলা ৷ যেখানে ওয়েবসাইট/এ্যাপস ব্যাবহার করে জটিল ও কঠিন রোগের ক্ষেত্রে চিকিৎসা সম্পর্কিত নানা বিষয় নিয়ে চিকিৎসকরা রিসার্চ, মনিটরিং ও গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিতে পারবে ৷ এই রিসার্চ ডাটা সংরক্ষন করে সেটিকে পুণঃ ব্যাবহারযোগ্য করা হবে ৷
৩৷ হোমিওপ্যাথি চিকিৎসকদের টেলিমেডিসিন মাধ্যমে অনলাইনে সার্ভিস এর ব্যাবস্থা করা ৷ প্রেসক্রিপশন, রোগীর রেকর্ড রাখা ও অনলাইন মনিটরিং এর সহযোগীতা ৷
৪৷ চিকিৎসকদের অনলাইনে রোগী দেখার ক্ষেত্রে আকর্ষনীয় কমিশন ৷ নিজের ব্যাবসার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ ৷
৫৷ অনলাইনে চিকিৎসক প্রফাইলের পূর্নাঙ্গ তথ্য, বিনামূল্যে ডিজিটাল বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে আপনার চিকিৎসা সার্ভিস বিনামূল্যে দেশ ও বিশ্বব্যাপী পরিচিতি করানো ৷
৬৷ জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষন ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্টিফিকেট ও আজীবন সদস্যপদ ৷ আপনার প্রতিষ্ঠানের সেবা প্রদানের গুণগত মান সম্পর্কে সেবাপ্রার্থীদের নিশ্চয়তা ৷
৭৷ বাংলাদেশ তথা দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডাটাবেসে চিকিৎসক হিসাবে আপনার পরিচিতি ৷
৮৷ হোমিপ্যাথিক চিকিৎসকদের পেশাগত ও আইনি সুরক্ষার ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষন ফাউন্ডেশন বদ্ধ পরিকর ৷ যে কোন ধরনের পেশাগত আইনি জটিলতার ক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনামূল্যে সহায়তা প্রদান করা হবে ৷
৯৷ বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনামূল্যে বিদেশে আন্তর্জাতিক হোমিওপ্যাথি কনফারেন্সে যোগদানের মাধ্যমে চিকিৎসকদের স্কিল ডেভেলপ করার সুযোগ ৷
১০৷ আমাদের অনলাইন শপ থেকে হোমিওপ্যাথি ঔষধ ও সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে আকর্ষনীয় ছাড় এবং বাৎসরিক কমিশন প্রদান ৷
১১৷ জেলাব্যাপী চিকিৎসকদের সহায়তায় বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট, হোমিওপ্যাথির প্রচার ও প্রসার ৷
১২৷ অন্যান্য ৷
আমাদের বৈশিষ্ট্য
১৷ পূর্নাঙ্গ হোমিওপ্যাথি স্বাস্থ্যসেবা টেলিমেডিসিন ওয়েবসাইট ও এনড্রয়িড এ্যাপস ৷
২৷ অনলাইনে হোমিওপ্যাথি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সফটওয়্যার ৷
৩৷ জার্মানী, আমেরিকা, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের হোমিওপ্যাথি রিসার্চ ফাউন্ডেশনের সাথে ইন্টারলিংকিং ৷
৪৷ অনলাইনে চিকিৎসা সেবার জন্য পূর্নাঙ্গ সাপোর্ট ৷
৫৷ বিনামূল্যে চিকিৎসকদের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ব্রান্ডিং ৷
৬৷ হোমিওপ্যাথি চিকিৎসকদের পেশাগত আইনি সহায়তা ও আন্তর্জাতিক স্বীকৃতি ৷
৭৷ বিশ্বের অন্যান্য দেশের হোমিওপ্যাথি পেশাদার সংগঠনের সাথে সমন্বয় সাধন করা ৷
৮৷ ২৪ ঘন্টা সাপোর্ট ৷